আমল হচ্ছে একজন মুমিনের জীবনের আসল সৌন্দর্য।
ছোট হোক বা বড়, আল্লাহর সন্তুষ্টির জন্য করা প্রতিটি কাজই আমল হিসেবে কবুল হয়। প্রতিদিনের নামাজ, যিকির, দোয়া, কুরআন তিলাওয়াত, দান-সদকা কিংবা মানুষের সাথে সুন্দর ব্যবহার—সবই নেক আমল। আমলের মাধ্যমে অন্তর হয় পরিশুদ্ধ, জীবনে আসে শান্তি আর পরকালে পাওয়া যায় জান্নাতের সুসংবাদ। তাই আমাদের উচিত প্রতিদিন সামান্য হলেও ভালো আমল করে যাওয়া এবং খাঁটি নিয়তে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা। নীচে নম্বরভিত্তিক পয়েন্ট দেওয়া আছে। যে কোনো পয়েন্টে চাপলে বিস্তারিত লেখা এক্সপ্যান্ড হয়ে দেখা যাবে।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন: “যে ব্যক্তি দিনে একশ’ বার ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ বলবে, তার গুনাহসমূহ ক্ষমা করা হবে, যদিও তা সমুদ্রের ফেনার মতো হয়।”
অর্থ : আল্লাহ পবিত্র, তাঁর প্রশংসাসহ। মহা মহান আল্লাহ পবিত্র।
এই বাক্যগুলো আল্লাহর নিকট অধিক প্রিয়। নবী (সা.) বলেন, ‘পৃথিবীর সব কিছুর চেয়ে আমার নিকট অধিক প্রিয়।’
অর্থ : আল্লাহ সব ধরনের ত্রুটি ও দোষ থেকে পবিত্র, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম— এই বাক্যগুলো উচ্চারণে সহজ, আমলের পাল্লায় ভারী, দয়াময় আল্লাহর নিকট প্রিয়।
অর্থ : আমি আল্লাহর পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি; আমি মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি
যে ব্যক্তি একবার সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি পাঠ করবে, তার জন্য জান্নাতে একটি করে খেজুর গাছ রোপন করা হবে।
অর্থ : মহান আল্লাহ পবিত্র এবং তাঁর প্রশংসা ছাড়া আর কোনো প্রশংসা নেই
রাসুল (সা.) বলেন, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ— এই বাক্যগুলো হলো- ‘অবশিষ্ট নেক আমল’।
অর্থ : আল্লাহ পবিত্র, সকল প্রশংসা আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ সবচেয়ে বড় এবং আল্লাহ ছাড়া কোনো শক্তি বা ক্ষমতা নেই।
এক হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করবে আল্লাহ তাআ’লা তার প্রতি দশ বার রহমত বর্ষণ করবেন।’ রাসুল (সা.) আরো বলেন, ‘যে ব্যক্তি আমার প্রতি সকালে দশবার এবং বিকেলে দশবার দুরুদ পাঠ করবে- সে ব্যক্তি কেয়ামতের দিন আমার সুপারিশ পাবে।’
অর্থ : হে আল্লাহ! মুহাম্মদ (সা.) এবং তাঁর পরিবারবর্গের উপর বরকত ও দয়া বর্ষণ কর, যেমন তুমি ইবরাহীম (আ.) এবং তাঁর পরিবারবর্গের উপর বরকত দিয়েছেন। নিশ্চয়ই তুমি প্রশংসনীয় ও মহিমাময়।